নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ।। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন রবিবার বিকেলে তিন দিনের রাজ্য সফরে এসেছেন। সোমবার সকালে তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্টেট বায়োটেক হাব ও বায়ো ইনফরমেটিক্স সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভাষন রাখেন। সন্ধ্যায় মহাকরণে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়। সেখানেই মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন। সাক্ষাৎকার শেষে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন সাংবাদিকদের জানান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে মূখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, এক্ষেত্রে বিভিন্ন প্রকল্প রুপায়নে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করবে।