দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ সেপ্টেম্বর ।। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের কর্মী সভাগুলোতে ভাষন দিতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব বলেছেন এই রাজ্যের রাজনীতিতে ক্ষমতাসীন দলের সঙ্গে লড়াইয়ে আপাতঃ অবস্থান সাময়িক ঘটনা। রাজ্য কংগ্রেস নেতৃত্ব আশাবাদী হারানো জমি পুনঃ উদ্ধারে সেই উদ্ধার পর্বের সম্পৃক্ততার সূত্রেই খাদ্য সুরক্ষা, বেকারী, চিটফান্ড, কর্মচারী বঞ্চনার মতো বিষয়কে পুঁজি করে মঙ্গলবার যুব কংগ্রেস আয়োজন করে আইন অমান্য কর্মসূচী। আইন অমান্যে মূখ্য আকর্ষণ ভারতের প্রাক্তন রুপালী পর্দার নায়ক তথা সাংসদ রাজ বব্বর সহ উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি তথা বিধায়ক অমরিন্দার সিং রাজা ব্রার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দ। আইন অমান্য কর্মসূচী উপলক্ষে আই.জি.এম. চৌমুহনীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়, আইন অমান্যের গতি রুখতে ছিল পিলিশ ব্যারিকেড। যুব কংগ্রেস আহুত আইন অমান্যে অংশ নেয়া কর্মীরা ব্যারিকেড ভেঙ্গে পালন করে আইন অমান্য কর্মসূচী।