দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ।। সবুজের বুক চিরে বয়ে চলা এই নদী বারিধারা বুকে নিয়ে যেন বলতে চাইছে এমুহূর্তে আমার চাইতে সুখী কেউ নেই পৃথিবীতে। গ্রীষ্মের খরতাপে এই নদীর বুক হাহাকার করে উঠে তার সঙ্গে বহু মানুষেরও শুরু হয় জীবন যন্ত্রনা – নদী আর মানুষের আত্মীয়তা চিরকালের। নদী নিয়ে কবির কলমে রচিত হয়েছে সাহিত্যের বহু সৃষ্টি। শিল্পীর আছে গান, প্রকৃতির বুকে অপরুপ এই ছবি আর নদী – কোন জায়গা থেকে তোলা হয়েছে – প্রশ্ন রইলো “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র পাঠকদের।