দেবজিত চক্রবর্তী, আগরতলা,১৫ সেপ্টেম্বর ।।প্রকৃতিরহেঁয়ালীতেনীনআকাশেরসাদামেঘেরভেলাদেখারসুযোগ খুব একটা হচ্ছেনা, মাঝে মাঝেই কালো মেঘের আস্তরনে ছেয়ে যাচ্ছে আকাশ, তার মধ্যেই পুরোদমে চলছে মাতৃবন্দনার প্রস্তুতি। মৃৎ শিল্পীদের ব্যস্ততার প্রহর বাড়ছে। খড়ের উপর মাটির প্রলেপে মৃৎশিল্পী ফুটিয়ে তুলছেন চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রুপ।