দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ।। যোগাযোগ ব্যবস্থার যতই উন্নতি হোক ত্রিপুরার মানুষের কাছে আসাম আগরতলা জাতীয় সড়ক এখনো জীবনের পথ হিসেবেই পরিগণিত। বর্ষার মরশুমের সঙ্গে সঙ্গে প্রতিবছর ত্রিপুরার জন্য শুরু হয় যান চলাচলের সঙ্গে শুরু হয় জীবন যন্ত্রনা। এবারেও সেই দূর্দশা – বিশেষ করে আসামের অংশে লোয়ারপোয়ার রাস্তার বিপর্যস্ত অবস্থা – যার নীট ফল ত্রিপুরার জন্য চরম বিড়ম্বনা। পন্য থেকে যাত্রীবাহী যান চলাচল একেবারেই বন্ধ। রেল বন্ধের ফলে এমনিতেই ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়েছে তার উপর আসামের অংশে রাস্তা চলাচলের অনুপযুক্ত হওয়ায় সমস্যা রীতিমতো বিরাট আকার ধারন করছে। ইতিমধ্যেই বিকল্প হিসেবে এন ই সি রোড খুলে দিয়ে সংকট উত্তোরনের প্রয়াস নেয়া হয়েছে। শনিবার, CPI(M) সদর মহকুমা কমিটি অবিলম্বে লোয়ারপোয়া রাস্তা সংস্কার করার দাবীতে কেন্দ্রের এবং আসাম সরকারের নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পথের মিছিলের আয়োজন করে। শহরের পথ পরিক্রমা করে এই মিছিল প্যারাডাইসে জমায়েত হয়।