শুভ্র দে, চূড়াইবাড়ি, ২৭ সেপ্টেম্বর ।। প্রেসক্লাব চেলেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ –এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয় শনিবার কদমতলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে। বিকেল ৩টা ১৫ মিনিটে খেলা শুরু হয়। খেলায় অংশগ্রহন করেছিল দক্ষিন কদমতলা জনপ্রিয় আগর ব্যবসায়ী বনাম টিলা বাজার একাদশ কৈলাশহর। উত্তর জেলার দক্ষিন কদমতলা জনপ্রিয় আগর ব্যবসায়ী ৫-০ গোলে পরাস্ত করে ঊনকোটি জেলার টিলা বাজার একাদশ কৈলাশহরকে। শনিবারের এই ফুটবল ম্যাচে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।