পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর ।। ত্রিপুরা রাজ্য মৎসজীবী ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ৩০ দফা দাবী আদায়ের ভিত্তিতে শনিবার তেলিয়ামুড়াতে এক মিছিল সংগঠিত হয়। মহকুমার নানা প্রান্ত থেকে নারী পুরুষ দাবী আদায়ের শ্লোগান তুলে মিছিলে পা মেলান। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া ডিসিএম অফিসের সামনে জমায়েত হয়। এরপর বিধায়ক তথা মৎসজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্র চন্দ্র দাসের নেতৃত্বে ৮ জনের একটি প্রতিনিধি দল ডিসিএম আশিষ বিশ্বাসের হাতে দাবী সনদ তুলে দেয়।