পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর ।। তেলিয়ামুড়া CPI(M) মহকুমা কমিটির উদ্যোগে দশরথ দেবের জন্ম শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগীতা। তেলিয়ামুড়া টাউন হলে আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগীতায় মহকুমার প্রতিটি বিদ্যালয় থেকে প্রায় ৫০০ কঁচিকাঁচা অংশ নেয়। অঙ্কন প্রতিযোগীতাকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।