দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ।। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক সোমবার রাজ্য কংগ্রেস দু’ঘন্টার জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। ৪৪নং জাতীয় সড়কের ১১টি স্থানে কংগ্রেসের অবরোধের নেতৃত্বের ভার একেকজায়গায় পালন করেছেন একেকজন। রাজ্যে ক্ষমতাসীন দলের তরফে কংগ্রেসের পথ অবরোধ কর্মসূচীর নিন্দা করে বলা হয়েছে লোয়ারপোয়ার ক্ষত সারাইয়ে কেন্দ্র ও আসাম সরকারের বিরুদ্ধে নিশ্চুপ থেকে ৪৪নং জাতীয় সড়কে কংগ্রেসের এই কর্মসূচী নেতিবাচক রাজনৈতিক পরিচয়ের সামিল। দু’ঘন্টার আসাম আগরতলার জাতীয় সড়কের অবরোধ কর্মসূচীর আওতার বাইরে ছিল এন ই সি সড়ক ফলে বিকল্প পথে রাজ্যের আগমন নির্গমন অব্যাহত থাকায় কংগ্রেসের কর্মসূচী নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে – যাতায়াতই যখন রুদ্ধ হয়নি এই আন্দোলনের সার্থকতা নিয়ে।