নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ।। ৯ সেপ্টেম্বর লেইক চৌমুহনীস্থিত SC, OBC & Minority দপ্তরে চাকুরী প্রাপ্তির সাক্ষাৎকার পর্ব নিয়ে সোচ্চার প্রতিবাদ স্থলে হাজির হতে হয়েছিল SDPO সহ আরক্ষা কর্মীদের। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দূরদূরান্ত থেকে কর্ম প্রার্থীরা SC, OBC & Minority দপ্তরে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন সুরু হবে সাক্ষাৎকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে – মাঝখানের বারিধারায় অনেকেই ভেজা জামাকাপড় গায়ে লাইন ছাড়েনি পাছে টোকেন প্রাপ্তিতে ব্যাঘাত ঘটে। ৯ সেপ্টেম্বর ফিল্ড সুপারভাইজার পদে SC, OBC & Minority দপ্তরে প্রায় ৬ হাজার প্রার্থী হাজির হওয়ায় হাজার খানেক টোকেন প্রদানের পরে অবস্থা বেসামাল পরিস্থিতিতে পর্যবসিত হয়েছিল। Walk-in-interview তে একদিনে প্রায় ৬ হাজার প্রার্থী জমা হওয়ায় লেইক চৌমুহনীর SC, OBC & Minority দপ্তর থেকে ঘোষনা দেয় SC, OBC & Minority দপ্তরে নির্ধারিত Walk-in-interview পর্ব বাতিলের। পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানিয়ে দেয়া হয় ২৮ এবং ২৯ সেপ্টেম্বর SC, OBC & Minority দপ্তরে ফিল্ড সুপারভাইজার পদের সদরের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক সোমবার সদরের সাউথ জোনের প্রার্থীদের এবং মঙ্গলবার সদরের সাউথ জোন বাদ দিয়ে বাকি জোনের প্রার্থীদের ফিল্ড সুপারভাইজার পদে SC, OBC & Minority দপ্তরের Walk-in-interview সম্পন্ন হয় সুষ্ঠ ভাবে।