নব প্রভাতেই আস্থা মনু বাসীর – বিজয় CPI(M)-র

Untitled-4দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।।  মনু বিধানসভা কেন্দ্রে শূন্য আসনেCPI(M) প্রার্থীর বিজয় নিয়ে একেবারেই সংশয় ছিলনা রাজনৈতিক বিশেষজ্ঞদের। উৎসবের চেহারায় শান্তি পূর্ণ ভাবেভোট গ্রহন পর্ব প্রকাশ করেনি, তবে তাৎপর্য পূর্ণ ব্যাপার হচ্ছে জয় পরাজয় নিয়ে একেবারেই প্রতিক্রিয়াহীন ছিল। মনুতে CPI(M) প্রার্থী বিধানসভার ভোটের হিসেবে বিশাল মার্জিনে জয়ী হয়ে রাজ্যের রাজনীতিতে নতুন ইঙ্গিতের যাবতীয় সম্ভাবনা এ মুহূর্তে নিরর্থক প্রমান করেছেন। এবার মনু বিধানসভা কেন্দ্রে বিরোধী সব দলই ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হয়ে সর্বক্ষেত্রে বাম সরকার ব্যর্থ বলে প্রচারের বিপরীতে মানুষের বিশ্বাস যে পুরনো বন্ধুতেই প্রমান করেছেন মনুর বিচক্ষন ভোটাররা।

ত্রিপুরায় ভোট নিয়ে তাত্ত্বিকদের আলোচনায় আরো একটা ব্যাপার উঠে আসে বাম বিরোধী দল গুলোর ঐক্য নেই বলেই বামেদের বিজয় সহজ হচ্ছে। বামবিরোধী জোট হলেই রাজ্যের মানুষ বিরোধীদের ক্ষমতায় বসাবেন – রাজ্যের প্রবাহমান রাজনীতি তার কি কোনো রকম ইঙ্গিত দিচ্ছে? মনু কেন্দ্রে CPI(M) প্রার্থী যে সংখ্যায় ভোট পেয়েছেন তার সঙ্গে বিরোধী দলের প্রাপ্ত সব ভোট যোগ করলেও দূরত্ব অনেকটাই। তবে মনুর ভোট প্রমান করেছে জন সম্মোহনী প্রচারের শেষে মানুষের ভোট রাজ্যের চিরাচরিত দুই শক্তি বাম ডানের লড়াইতেই সীমাবদ্ধ হতে যাচ্ছে আগামীতে। রাজ্য কংগ্রেসের জমী দখলে তৃনমূল যে তৎপরতা দেখিয়েছিল মনে হচ্ছে তার ইতি হয়ে গেছে, পঞ্চায়েত ভোটে বিজেপির ফল আক্ষাপ্রদ হলেও মনুতে ম্রিয়মান, আন্যদিকে INPT, IPFT-র ফলাফলেই প্রমান মানুষের আগামীর চিন্তাধারা।

CPI(M) – ২১,৭৫৯      কংগ্রেস – ৫,৭৮৮

বলা যায়, বিনা যুদ্ধেই CPI(M) প্রার্থী প্রভাত চৌধুরী বিজয়ী হয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। মনুবাসীদের জীবনের লড়াইয়ে নতুন প্রত্যুষের আশাতেই শুরু হবে নব প্রভাতে প্রভাত চৌধুরীর রাজনৈতিক অগ্রযাত্রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*