শুভ্র দে, চূড়াইবাড়ি, ০২ অক্টোবর ।। BSF জওয়ানদের বাড়তি তৎপরতায় আবারো জাতীয় সড়ক থেকে প্রচুর পরিমান নেশার সিরাপ ও ফেন্সিডিল আটক করে। বুধবার গভীর রাতে আসামের গৌহাটি থেকে JK02X 6741 নম্বরের লড়ি ধান বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে আসছিল। এই ধান বোঝাই লড়িতে ৩০ হাজার বোতল ফেন্সিডিল নিয়ে দ্বিতীয় জাতীয় সড়ক দিয়ে রাজ্যে প্রবেশ করে। গোপন সূত্রে পানিসাগর BSF-র ১৫৯ ব্যাটেলিয়নের জি ব্যাঞ্চের জওয়নরা লড়িটি আটকিয়ে তল্লাসী চালিয়ে ৩০ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার বাজারমূল্য ৮৪ লক্ষ টাকা। পড়ে ফেন্সিডিল বোঝাই লড়িটি পানিসাগর থানার হাতে তুলে দেয় BSF-র ১৫৯ ব্যাটেলিয়নের জি ব্যাঞ্চের জওয়নরা।