শুভ্র দে, চূড়াইবাড়ি, ০২ অক্টোবর ।। বৃহস্পতিবার আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয় ৬ বছরের শিশু। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের খাদিম পাড়া এলাকায়। প্রতিবছরের মতো এবারও গাড়ী থামিয়ে দুর্গা পুজার চাঁদা সংগ্রহ করছিল এলাকার পূজো কমিটি। তখন দূর থেকে আসা AS01EC 6239 নম্বরের একটি ট্রিপার চাঁদার ভয়ে দ্রত পালিয়ে যেতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশু সঞ্জু দেববর্মাকে সরাসরি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত শিশুর বাড়ী পূর্ব চূড়াইবাড়ি পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে। রক্তাক্ত শিশুটিকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা প্রথমে কদমতলা থানায় নিয়ে আসে,পরে জেলা হাসপাতাল ধর্মনগরে নিয়ে যায়। চূড়াইবাড়ি থানার পুলিশ ঘাতক লড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে।