দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।। দেবশিল্পী বিশ্বকর্মার ভক্তের সংখ্যাও বাড়ছে এ রাজ্যে। কলকারখানা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সহ গৃহস্থর অঙ্গনেও আজকাল বিশ্বকর্মা পূজো হচ্ছে, কারন অনেকের ঘরেই গাড়ী ঘোড়া রয়েছে। তবে বিশ্বকর্মা তৈরীতে মূর্তি গড়ার স্টুডিওতে মৃৎ শিল্পী ব্যস্ত শেষ তুলির টানে দেব শিল্পীর নান্দনিক রুপ ফুটিয়ে তুলতে। বলাই বাহুল্য দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারেও দেবশিল্পী বিশ্বকর্মার পূজোতে ভক্তির কোনো ঘাটতি হবেনা।