নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০৩ অক্টোবর ।। গত দু’দিন ধরে অনিয়মিত প্রট্রোল ও ডিজেল সরবরাহ করছে বলে অভিযোগ খোয়াই রামচন্দ্রঘাটস্থিত দেবনাথ পেট্রোলিয়াম এজেন্সিতে। জানাযায়, গত দু’দিন ধরে পড়ে থাকা পাম্প ম্যাশিন শনিবার ৩টে নাগাদ ঠিক করেন ইঞ্জিনিয়ার। তারপরেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের বেহাল অবস্থার অবসান হয়নি। যার ফলে হয়রানীর স্বীকার হতে হচ্ছে ঐ এলাকার মানুষদের। রামচন্দ্রঘাটস্থিত দেবনাথ পেট্রোলিয়াম এজেন্সির কর্ণধার কার্তিক দেবনাথ জানায় অস্বাভাবিক প্রেসারের ফলে পাম্প ম্যাশিন বিকল হয়ে পড়ে।