আগরতলা – ঢাকা – কলকাতা রোডে নতুন সাওয়ারি VOLVO

কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস ডিপোতে নতুন বাস VOLVO। ছবি – অভিষেক বেববর্মা।
কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস ডিপোতে নতুন বাস VOLVO। ছবি – অভিষেক বেববর্মা।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ।। এ মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে রয়েছে তাকে দু দেশের শীর্ষ মহল থেকে সবচাইতে সুখকর বলে আখ্যায়িত করা হচ্ছে।মোদী সরকার সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সন্নিহিত দেশগুলোর সঙ্গে ব্যবসা বানিজ্য, সাহিত্য সংস্কৃতি সহ মানুষে মানুষে নৈকট্য বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছে।সম্পর্ক গভীর করার অন্তরালে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপট। ভারত-বাংলাদেশের বর্তমান সুখকর অবস্থানকে পুরোপুরি ভাবে ব্যবহার করার প্রশ্নে দু’দেশই আন্তরিকতার পরিচয় দিয়েছে।দু’দেশ সন্মত হয়েছে জলপথ ব্যবহার করে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি ২রা জুন যাত্রা শুরু করেছে আগরতলা-ঢাকা-কলকাতা যাত্রীবাহী বাস সার্ভিস। সৌহার্দ্য মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করার জন্য শনিবার রাজ্যের কৃষ্ণনগরস্থিত আন্তর্জাতিক বাস ডিপোতে নতুন বাস VOLVO প্রবেশ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*