নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০৫ অক্টোবর ।। সমতল পদ্মবিল ক্ষেত ত্রিপুরা মজুর ইউনিয়ন ১৮ তম ইউনিট সন্মেলনের ডাকে রবিরার খোয়াই সমতল পদ্মবিলস্থিত সুকান্তপল্লী বিদ্যালয় প্রাঙ্গনে এক ইউনিট সন্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CPI(M) ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক মনীন্দ্র দেব, বেলছড়া অঞ্চল কমিটির সম্পাদক বাদল দেব সহ অন্যান্যরা।