দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ অক্টোবর ।। জলের সঙ্গে যাঁদের জীবনের প্রতিমুহূর্তের যোগাযোগ, জলের মাছ প্রকারান্তরে যাঁদের জীবনের মূখ্য জীবিকা – তাঁরা হচ্ছেন এ রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়। এই রাজ্যের মৎস্যজীবীরা দীর্ঘসময় ধরে তাঁদের জীবন সম্পৃক্ত দাবী পূরনের বিভিন্ন কর্মসূচী, আন্দোলন করে আসছেন। রাজ্যের খাদ্যে স্বয়ম্ভরতার প্রশ্নে মৎস্যচাষ বৃদ্ধির প্রয়াস জারী রয়েছে। পতিত পুকুর, জলাশয় সংস্কার সহ মৎস্যচাষের জন্য উপযুক্ত পরিবেষ পরিকাঠামো তৈরী সহ মৎস্যজীবী সম্প্রদায়ের ২১ দফা দাবী পূরনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন সোমবার পদব্রজে শহরে মছিল করে মূখ্যমন্ত্রীর কাছে দাবী সনদ তুলে দিয়েছে। মূখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে অংশ নেন ইউনিয়নের নেতৃবৃন্দরা। মূখ্যমন্ত্রী দাবী সমূহের যৌক্তিকতা স্বীকার করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।