শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৬ অক্টোবর ।। সৌদি আরবের মীনা বাজারের পদপিষ্টের ঘটনার পর থেকেই নিখোজ আসামের করিমগঞ্জ জেলার দুই হজ যাত্রী। জানাযায়, সৌদি আরবে হজ করতে গিয়েছিল, গত ২৪ সেপ্টেম্বর সকাল বেলায় আব্দুল সেলাম (৬২) এবং আরফিজ আলী (৫৪) তাদের পরিবারের সাথে যোগাযোগ করে। কিন্তু মীনা বাজারের পদপিষ্টের ঘটনার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ হয়নি তাদের পরিবারের সাথে। পড়ে দুই পরিবারের তরফ থেকে আসাম হজ কমিটির সাথে যোগাযোগ করলেও কোনো ধরনের খবর পায়নি পরিবারের লোকজন। অবশেষে ১১ দিন পর মঙ্গলবার আব্দুল সেলাম এবং আরফিজ আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করল আসাম হজ কমিটি। এই দুই হজ যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে কাউলতলী ও রাতাবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।