নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ অক্টোবর ।। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নিরন্তর পরিবর্তনের নেপথ্যে রয়েছে বিজ্ঞানের আশীর্বাদ। সভ্যতার ক্রম বিবর্তনের পথ চলায় এই সময়ের পর্বকে বলা হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের আশীর্বাদে যুগান্তকারী পরিবর্তন হয়েছে মানব সভ্যতার। মঙ্গলবার ৬৩ তম রাজ্য ভিত্তিক ত্রিপুরা বিজ্ঞান মেলা – ২০১৫ এর উদ্বোধন হয়। আগরতলা উমাকান্ত একাডেমীতে বিকেল ২টায় এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বিজিতা নাথ। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান মেলার সমাপ্তি হবে আগামী ৯ই অক্টোবর।