নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ অক্টোবর ।। মঙ্গলবার গান্ধীগ্রামস্থিত হাতিপাড়া ফরেষ্ট কমপ্লেক্সের কনফারেন্স হলে জাইকা প্রকল্পে ৩ মাসের আবাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। এই অনুষ্ঠানে জাইকা প্রকল্পে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেছেন এমন দক্ষ কারিগরদের সাথে মত বিনিময় করেন মূখ্যমন্ত্রী। উদ্বোধনে ভাষন রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী বলেন, বনাঞ্চলে ও বন সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের স্বাবলম্বী করে তুলতে জাইকা প্রকল্প উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছে। জাইকা প্রকল্পে আবাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, মূখ্য সচিব যশপাল সিং, মূখ্য বন সংরক্ষক সনাতন তালুকদার, ত্রিপুরা জাইকা প্রকল্পের CEO জি এস রাজু সহ বিভিন্ন আধিকারিকরা।