খোয়াই রামচন্দ্রঘাট TSR 6th ব্যাটেলিয়নের এবারের পূজোর থিম ‘ললিতা প্যালেস’

khwiনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০৭ অক্টোবর ।। রামচন্দ্রঘাট TSR ক্যাম্পে 6th ব্যাটেলিয়নের জওয়ানরা বিগত ৫ বছর ধরে বিভিন্ন থিমকে কেন্দ্র করে পূজো প্যান্ডেল তৈরী করে আসছে যা নজর কারার মতো। তারা প্রথমবার তৈরী করেছিলেন ইন্ডিয়ান পার্লামেন্ট, দ্বিতীয়বার তাজমহল, তৃতীয়বার লাল কেল্লা, চতুর্থবার মহিসূর প্যালেস। এবারের সবচেয়ে আকর্ষণীয় ‘ললিতা প্যালেস’ যার দৈর্ঘ্য ২৩০ ফুট এবং উচ্চতা ৮৫ ফুট। যা দর্শনার্থীদের খুব আকর্ষণীয় হবে বলে আশাবাদী খোয়াইরামচন্দ্রঘাট TSR ক্যাম্প 6th ব্যাটেলিয়নের কমান্ডেন্ট IPS তিমির দাস। তিনি আরো জানান, এতসব প্রস্তুতি হচ্ছে শুধুমাত্র রামচন্দ্রঘাট TSR 6th ব্যাটেলিয়নের জওয়ানদের পরিশ্রম ও সার্বিক সহযোগিতার জন্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*