২৮৬ জন তপশিলী উপজাতি ছাত্র-ছাত্রীদেরকে মেরিট এওয়ার্ড প্রদান খোয়াইয়ে

khgগোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর ।। বৃহস্পতিবার খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল মহকুমা ভিত্তিক এসটি মেরিট এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার, এডিসি চেয়ারম্যান ড. রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, মহকুমা শাসক ড. সমিত রায় চৌধূরী, পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, এমডিসি গুরুপদ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এদিন মোট ২৮৬ জন উপজাতি ছাত্র-ছাত্রীকে মেরিট এওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে ১০৭ জন উপজাতি ছাত্র এবং ১৭৯ জন উপজাতি ছাত্রী। এছাড়া আরোও ১৫ জন ছাত্র-ছাত্রীকে এওয়ার্ড প্রদান করা হবে। কিন্তু তাদের তালিকা এসে না পৌছায় এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেরিট এওয়ার্ড প্রদান করা হয়নি তাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার, সরকারি স্কুলে শিক্ষার মান উন্নয়নে আরোও বেশী করে মনোনিবেশ করতে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দিলেন। জনশিক্ষা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত দশরথ দেব-এর লড়াই-সংগ্রাম ও তাঁর আত্মজীবনী থেকে উব্ধুদ্ধ হবার জন্য অনুপ্রাণিতও করেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*