মুম্বই-আমদাবাদ রুটে প্রথম বুলেট ট্রেন, হাইস্পিড ‘হীরক-চতুর্ভুজ’ জুড়বে বড় শহরগুলিকে

নয়াদিল্লি, ০৮ জুলাই/(NUT) : রেল বাজেটে বুলেট চমক৷ একটি বুলেট ট্রেন ট্র্যাকে নামাতেই খরচ হবে ৬০ হাজার কোটি টাকা!প্রথম রেলবাজেটে নিজের রাজ্য গুজরাতকে বুলেট ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৪-১৫ অর্থবর্ষের রেল বাজেটে রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার ঘোষণা, দেশের প্রথম বুলেট ট্রেন ছুটবে মুম্বই থেকে আমদাবাদ৷ রেলমন্ত্রী এও জানিয়েছেন, একটি বুলেট ট্রেন ছোটাতেই খরচ পড়বে ৬০ হাজার কোটি টাকা৷
বাজেটে ঘোষণা অনুযায়ী, বিশেষ হাইস্পিড ট্রেনরুটে জুড়ে যাবে দেশের বড় শহরগুলি৷ প্রকল্পের নাম ‘হীরক চতুর্ভুজ’৷ এই প্রকল্পে আপাতত হাইস্পিড ট্রেন ছুটবে ৯টি রুটে৷
দিল্লি-কানপুর, দিল্লি-চণ্ডীগড়, দিল্লি-আগরা, চেন্নাই-হায়দরাবাদ, নাগপুর-সেকেন্দ্রাবাদ, মুম্বই-আমদাবাদ, নাগপুর-বিলাসপুর, মহীশুর-বেঙ্গালুরু-চেন্নাই এবং গোয়া-মুম্বই রুটে চলবে হাই স্পিড ট্রেন৷
রেললাইনের আধুনিকীরণের পর হাইস্পিড ট্রেন ছুটবে বর্তমান পথেই৷ ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৬০ থেকে ২০০ কিলোমিটার৷
এছাড়াও, রেলমন্ত্রীর প্রস্তাব, গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে ট্রেনের গতি বাড়ানো হবে৷ দেশে বুলেট ট্রেন চালানো নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে৷ প্রধানমন্ত্রী হয়েই দেশে বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি৷
ইতিমধ্যেই দিল্লি-আগরা রুটে পরীক্ষামূলকভাবে ছোটানো হয়েছে সেমি বুলেট ট্রেন৷ এবার একেবারে রেল বাজেটে বুলেট-ঘোষণা৷ জাপান, চিন, ফ্রান্স এবং জার্মানির মতো বিশ্বের মাত্র হাতে গোনা কয়েকটি দেশে বর্তমানে বুলেট ট্রেন চলে৷ মুম্বই-আমদাবাদ রুটে বুলেট চালু হলে, এই দেশগুলির পাশে জায়গা করে নেবে ভারতও৷  [তথ্যসূত্র : এবিপি নিউস]

FacebookTwitterGoogle+Share