নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।। ছাত্র সংসদ নির্বাচন-র মনোনয়ন পত্র, স্ক্রুটিনিকে ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে রাজধানীর এম বি বি কলেজ ও বি বি এম কলেজ চত্বর। আচমকাইমঠ চৌমূহনীতে প্রকাশ্য রাজপথে SFI ও NSUI-র মধ্যে সংঘর্ষ বেধে যায়। আক্রমন পাল্টা আক্রমনে উত্তপ্ত হয়ে উঠে মঠ চৌমূহনী এলাকা। ইট, পাটকেল এবং বোতল ছুরাছুরিতে ক্ষনিকের মধ্যেই রণক্ষেত্রের রুপ নেয় মঠ চৌমূহনী এলাকা। অভিযোগ SFI-র আক্রমনে আহত হয়েছেন NSUI-র সমর্থক সহ পথচারী ও স্থানীয় ব্যাবসায়ীরাও। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মঠ চৌমূহনীতে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে NSUI এবং TMCP-র কর্মী সমর্থকরা। SFI ও NSUI-র মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে মঠ চৌমূহনী এলাকার স্থানীয় একটি বাইক সোরুমের কিছু বাইকও নষ্ট হয় ইট, পাটকেল ছুরাছুরিতে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।