ITI-র ভিত্তি প্রস্তর স্থাপন গন্ডাছড়া

itiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর ।। শিল্প ও বাণিজ্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার গন্ডাছড়ায় বেলা ১১টায় ITI-র ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। গন্ডাছড়ায় এই ITI-র ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তপন চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, TTAADC-র কার্যনির্বাহী সদস্য প্রিতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতত্ব করেন TTAADC-র MDC খগেন্দ্র কুমার রিয়াং।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*