আগরতলায় উড়াল পুলের জন্য ডোনার দেবে ৯৪ কোটি ৭০ লক্ষ টাকা – ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং

fly overনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর ।। শুক্রবার মহাকরণে রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এক বৈঠকের পর কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং এক সাংবাদিক সন্মেলনে মিলিত হন। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, আগরতলায় আড়াই কিলোমিটার  নির্মীয়মাণ উড়াল পুলের জন্য ৯৪ কোটি ৭০ লক্ষ টাকা দেবে ডোনার। যদিও এই উড়াল পুলের জন্য ব্যয় ধরা হয়েছিল ২২৭ কোটি টাকা। তিনি আরো জানান, ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরা ব্রডগেজ রেলের সাথে যুক্ত হচ্ছে। আগরতলা – আখাউড়া রেল লাইন স্থাপন করা হবে। আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিক করা হবে। মহাকরণে সানবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্যসচিব যশপাল সিং ও প্রধান সচিব ডঃ কে রাজেশ্বর রাও উপস্থিত ছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*