নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ অক্টোবর ।। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং শুক্রবার মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মূখ্যমন্ত্রী কেন্দ্রীয় ডোনার মন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং শুক্রবারই রাজ্যে এসেছেন। রাজ্যে এসে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ডোনার মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যসচিব যশপাল সিং, ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব বিজয় ভূষণ পাঠক, প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার, ডঃ কে রাজেশ্বর রাও, লোকরঞ্জন, সঞ্জয় কুমার রাকেশ, সচিব সুরেন্দ্র কুমার, ওয়াই কুমার, এল ডার্লং সহ অন্যান্যরা। বৈঠকে ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরা ব্রডগেজ রেলের সাথে যুক্ত হচ্ছে। তিনি বলেন এই রাজ্যের অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য তিনি বাঁশকে কাজে লাগাতে বলেন। বাঁশকে ভত্তি করে শিল্প ও কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে ডোনার মন্ত্রী পরামর্শ দিয়েছেন।