রাজ্যে আসছেন CPI(M) সাধারন সম্পাদক

ycদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ অক্টোবর ।। প্রকাশ কারাতের দায়িত্বে অব্যাহতির পর সর্বভারতীয় সাধারন সম্পাদকের দায়িত্ব নিয়ে সীতারাম ইয়েচুরি ঘর গোছানোর কাজে নেমে পড়েছেন – বলা বাহুল্য গোটা দেশের বামপন্থী আন্দোলনের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন সীতারাম ইয়েচুরি। রোববার, যুদ্ধ বিরোধী মঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন ইয়েচুরি – সর্বভারতীয় CPI(M)সাধারন সম্পাদক হয়ে প্রথমবারের মতো রাজ্য সফরে এসে তিনি কি বলেন তারই অপেক্ষায় ত্রিপুরার CPI(M) সভ্য সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*