জনসচেতনতার আহ্বানে কচিকাঁচাদের শহর পরিক্রমা

spjদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ অক্টোবর ।। মানব অস্তিত্বের উপকরণের ভান্ডার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে – বিশ্বজুড়ে প্রকৃতিকে বাঁচানোর আহ্বানে পথের মিছিলের আহ্বান একটাই আসুন পৃথিবীকে রক্ষার কাজে আত্মনিয়োগ করি। শনিবার, সকালবেলায় শহরের উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে রাজ্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে ২৫শে সেপ্টেম্বর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত দেশব্যাপী সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসেবে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। প্রকৃতির উপাদান গুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি পানীয় জলের অপচয় রোধ, আগামীর ভবিষ্যতদের সুরক্ষিত পৃথিবীতে সুস্থ, সবল ভাবে বেঁচে থাকা, পরিচ্ছন্ন স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে সচেতন করার এই মিছিলে বিভিন্ন স্কুলের ক্ষুদে পড়ুয়ারা হাতে Play Card নিয়ে শহর প্রদক্ষিনে সঙ্গে ছিল NSS, NCC, স্কাউট সহ আগরতলা পুর নিগম, অঙ্গনোয়াড়ীর কর্মীরাও পথ হেঁটেছেন। রাজ্য পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সামাজিক সচেতনতার এই র‍্যালীতে অংশ নিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*