নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর ।। আর কিছুদিন পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। এই দূর্গোৎসবকেই সামনে রেখে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে পুলিশ সহায়তা কেন্দ্রের বুথ বসানো হয়। রবিবার সন্ধ্যায় শহরের কামান চৌমুহনীতে এই পুলিশ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDPO রাজেন্দ্র দত্ত, পশ্চিম জেলার SP বিজয় নাগ, অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী সন অন্যান্যরা।