নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।। সাম্প্রতিক সময়ে জিবি এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষ। অবশেষে মাঠে নামে পুলিশ। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে জিবি এলাকার দুই কুখ্যাত চোর নন্দন নগর আস বি আই চৌমূহনীর অজিৎ দেবনাথ এবং উষাবাজারের সুজিৎ সরকার। জানা গেছে সুজিৎ সরকার মোবাইল চুরি করে অজিৎ দেবনাথের কাছে বিক্রি করে দেদার কামাই করে যাচ্ছে। সম্প্রতি সুজিৎ সরকার ৪টি স্যামসাং ১টি নোকিয়া, মানিব্যাগ চুরি করে। রবিবার রাত দুটোর সময় শ্যামলী বাজারের সঙ্গীতা দাশের ঘরের জানালা ভেঙ্গে মোবাইল ফোন, হেড ফোন, চার্জার চুরি করে। সঙ্গে সঙ্গীতা দাশের ৩৫০০ টাকাও হাতিয়ে নেয়। সঙ্গীতা দাশের এফ আই আর-র পরবর্তীতে জিবি আউট পোষ্ট তৎপর হয় এবং গ্রেপ্তার করে অজিৎ দেবনাথ এবং সুজিৎ সরকার কে। জিবি আউট পোষ্টের এস আই সমীর কুমার দাশ বলেছেন দুই কুখ্যাত চোর গ্রাফতারে জিবি-র চুরির র্যাকেটের রহস্য উন্মোচন করবে পুলিশ।
রাজীব সাহার তোলা ছবি।