দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ অক্টোবর ।। একদিকে বিশ্বায়নের নাম করে বিশ্ববাসীর ক্ষুধা নিবৃত্তির জোরদার ভাষন অন্য দিকে ক্ষমতার আগ্রাসনের বলি হচ্ছে নিরীহ, নিরাপরাধ মানুষ। মানবতা, মনুষ্যত্ব নিছক কথার কথা হয়ে ভাষনের শব্দগুচ্ছ হয়ে বেঁচে আছে। ক্ষমতার দম্ভ, সাম্রাজ্য বিস্তার অস্ত্র ব্যবসার নেপথ্যে রক্তাক্ত হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে বুলেটের শব্দে নয় শান্তি, মৈত্রী আর বন্ধনের মধ্য দিয়ে খুঁজে পাবে কাঙ্খিত পথ। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ভেদ – বিভেদের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে রবিবার শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িকতা বিরোধী গণ কনভেনশনের আয়োজন করা হয়। এই গণ কনভেনশনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় CPI(M)সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি, মূখ্যমন্ত্রী মানিক সরকার, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ঝর্না দাস বৈদ্য, ক্রীড়ামন্ত্রী শহিদ চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা সহ আরো অনেকে।