দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ অক্টোবর ।। ১৯৮৮ সালের বীরচন্দ্রমনুতে দলীয় কার্যালয়ে পতাক উত্তোলনের সময় মর্মান্তিক ঘটনায় প্রান হারিয়েছিলেন CPI(M) দলের ১১ জন দলীয় কর্মী। সোমবার ১২ই অক্টোবর CPI(M) দলের তরফে রাজ্যে পালন করা হয়েছে শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান। দলীয় কর্মী সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্প অর্পণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বীরন্দ্রমনুতে নিহত দলীয় কর্মীদের। গোটা রাজ্যে CPI(M) স্মরণ করেছে ১২ই অক্টোবর ১৯৮৮ সালে বীরচন্দ্রমনুতে নিহত দলীয় কর্মীদের।