দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ অক্টোবর ।। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চির সবুজ কন্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেণ সংস্থিতা”র মন্ত্রেই সোমবারের সকাল হয়েছে। এই রাজ্যের পবিত্র মন্ত্রোচারনের এই মহালয়ার সঙ্গেই শাস্ত্র মতে শুভারম্ভ হয়েছে দেবীপক্ষের – বলা যায় দূর্গতিনাশিনীর মর্তে আগমনের কাউন্ট ডাউনের সূচনা হয়েছে। যুগের সঙ্গে সব কিছুতেই পরিবর্তন হচ্ছে কিন্তু মহালয়ার মহিমা রয়েগেছে অমলীন। এই শহরের মহালয়ার পূণ্য প্রত্যূষে দেখা গেছে সেই চিরচেনা ছবি – ভারত বাংলা সীমান্তে আখাউড়া আক্ষরিক অর্থেই হয়ে উঠে মানুষের ভীড়ে অন্যরুপে। যে ছবি প্রতিবছর মহালয়ার পূণ্য প্রভাতের প্রাত্যহিক হয়ে দাঁড়িয়েছে। মহালয়ার পবিত্র দিনে লক্ষ্মীনারায়ণ বাড়ীর পুকুরে দেখা গেছে অনেকেই স্নান শেষে সিক্ত শরীরে পুরোহিতের মন্ত্রে পিতৃপুরুষের তর্পণ করেছেন তিল, তুলসী, হাতে। মহালয়া, আখাউড়া।, লক্ষ্মীনারায়ণ বাড়ীর পুকুরে তর্পণের ছবি হচ্ছে এই রাজ্যের ধর্মীয় পরম্পরার জীবন্ত সাক্ষী।