দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ অক্টোবর ।। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই পুজোর উচ্ছাস নতুন মাত্রা পেয়ে থাকে। গঙ্গা, গোমতী বিধৌত এই পূণ্যভূমিতে মহালয়ার পবিত্র দিনে তর্পণের মধ্য দিয়ে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে আয়োজিত আচার অনুষ্ঠানের সঙ্গে রয়েছে যুগযুগান্তরের ধর্মীয় সংযোগ, এই দিনে পুরোহিতের মন্ত্র উচ্চারনের সঙ্গে জলে দাঁড়িয়ে মন্ত্র পাঠ থেকে শুরু করে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিন্ডদানও করেন অনেকেই, নববস্ত্রে মুন্ডিত মস্তকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহালয়ার পবিত্র দিনে লক্ষীনারায়ন বাড়ীর দীঘিতে প্রতিবছরের মতো এবারেও অনেকেই তর্পণ আর পিন্ডদান করেছেন। পূণ্য দিনে পূণ্য সঞ্চয়ের এই রীতির সঙ্গে জড়িয়ে আছে বিনম্র শ্রদ্ধা প্রদর্শনের যোগসূত্র।