গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর ।। সম্ভবত ডিসেম্বর মাসের ১ম সপ্তাহেই ঘোষনা হবে পুর পরিষদ নির্বাচনের দিনক্ষন। তার আগেই খোয়াইতে ব্যাপক প্রচারে সিপিআই(এম)। প্রতিদিনই চলছে ওয়ার্ড-ওয়ার্ডে বুথ কমিটি গঠন। সেই সাথে পাল্লা দিয়ে চলছে দলত্যাগ। তারমধ্যেই সোমবার খোয়াই পুর পরিষদ-এর নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হল স্বাঢ়ম্বরে। বোতাম টিপে ফলক উন্মোচন করলেন নগরোন্মনয়ন মন্ত্রী মানিক দে। ফিতা কেটে দ্বারোদঘাটন করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার এবং প্রদীপ প্রজ্জ্বোলন করলেন পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা। ছিলেন পুর কাউন্সিলার সহ অন্যান্য কর্মীরাও। তবে উদ্বোধনের পূর্বে শ্রীনাথ বিদ্যানিকেতন ময়দানে হয় জন জমায়েত। সেখানে বিজেপি’র একের পর এক জনবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী মানিক দে। সেই সাথে খোয়াই নটিফাইড এরিয়া থেকে নগর পঞ্চায়েতে এবং নগর পঞ্চায়েত থেকে পুর পরিষদে উন্নিত হবার মাঝের কিছু স্মৃতি, কিছু তথ্য নিয়ে বিশদ আলোচনা করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার। জনজমায়েত শেষে উদ্বোধন হয় পুর পরিষদের দ্বিতল ভবনটির। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মানিক দে, বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার সহ অন্যান্যরা অফিসগৃহ পরিদর্শন করেন।