শুভ্র দে, চূড়াইবাড়ী, ১৩ অক্টোবর ।। ফের আসাম ত্রিপুরা সীমান্তে ধরা পড়লো করমুক্ত মেডিসিন সামগ্রী বোঝাই গাড়ী। জানা যায়, রবিবার রাত ২টা ৩০মিনিট নাগাদ শিলচর থেকে নিয়ে আসা স্যালাইন বোঝাই একটি গাড়ী আসাম ত্রিপুরা সীমান্ত এলাকার প্রেমতলায় আসতেই কদমতলা থানার পুলিশ করমুক্ত সামগ্রী বোঝাই AS11BC 2346 নম্বরের একটি গাড়ী আটক করে। পুলিশ গাড়ীর চালক এবং সহ চালককে আটক করে। পরে গাড়ী সহ তাদের চূড়াইবাড়ী বিক্রয়কর দপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। জানা যায়, আটককৃত মালের বাজার মূল্য প্রায় ২ লক্ষাধীক টাকা।