নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর ।। পূজোর বাজারে ব্যস্ততার আড়ালে শহরে মদ বিক্রির বন্দোবস্ত চলছে। মাঝে মাঝেই পুলিশী হানায় উদ্ধার হচ্ছে প্রচুর নেশা সামগ্রী। মহারাজ গঞ্জ বাজারে আউট পোষ্টের এ.এস.আই. গাঙ্গুলীর নেতৃত্বে মঙ্গলবার সকাল সারে পাঁচটায় ৭২ লিটার দেশী মদ সহ বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট্রাল রোড থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান বিদেশি মদ। অটো সহ গ্রেফতার বিক্রেতা।
রাজীব সাহার তোলা ছবি।