দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ অক্টোবর ।। ২০১৪ সালে সুপ্রীম কোর্টের ষ্ট্রীট ভেনডরস অ্যাক্ট চালু, ফুটপাত উচ্ছেদে জীবন জীবিকার কথা না চিন্তা করে রাজ্য প্রশাসনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বুধবার ফুটপাত হকার্স তৃণমূল কংগ্রেস সমিতির আহ্বানে শহরে মিছিলে অংশ নেয় ফুটপাত ব্যবসায়ীরা। অবিলম্বে এই ফুটপাত উচ্ছেদ বন্ধ করার দাবী জানানো হয় ফুটপাত হকার্স তৃণমূল কংগ্রেস সমিতির পক্ষ থেকে।