দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ অক্টোবর ।। গোটা দেশের আন্দোলন কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও পালিত হয়েছে ফার্মেসী বনধ। অনলাইনে ঔষধ বিক্রি করছে বিভিন্ন অনলাইন ব্যবসায়ী সংস্থা – অবিলম্বে এই ব্যবস্থা বন্ধ করার দাবীতে দেশজুড়ে বুধবার ফার্মেসীর ঝাঁপ উঠেনি। অনলাইনে ঔষধ বিক্রিতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার সম্ভাবনা, গ্রামীন ভারতে জীবনদায়ী ঔষধ ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে এছাড়াও অনলাইন ঔষধ বিক্রি বিশাল অংশের মানুষের জীবন জীবিকায় প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে বলে বনধ আহ্বানকারী সংগঠন সমূহ অভিমত ব্যক্ত করেছে। ফার্মেসী বন্ধের ফলে ঔষধ সংগ্রহে মানুষকে হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে শহরে, তবে আপৎকালীন ব্যবস্থা হিসেবে যেখানে ফার্মেসী খোলা ছিল সেখানে ঔষধ সংগ্রহে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।