নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর ।। ফের পথ দূর্ঘটনায় জখম হল দুই জন। ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রানীরবাজার থানাধীন রানীরবাজার CNG স্টেশনের সন্মুখে। ঘটনার বিবরণে জানাযায়, একটি অটো আগরতলার উদ্যেশে রানীরবাজার থেকে আসার সময় পেছন দিক থেকে ধেয়ে আসা একটি ECO গাড়ী অটোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোর চালক অভিজিৎ রায় (৩০) এবং একজন যাত্রী সুধাংশু রায় (৬৪) গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রানীরবাজার থানার পুলিশ এবং অগ্নিনির্বাপক কর্মীরা ছুটে যান। বর্তমানে অভিজিৎ রায় এবং সুধাংশু রায় আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন।