বাংলাদেশ থেকে হোয়াটস অ্যাপ প্রতিনিধি, ১৫ অক্টোবর ।। সাম্রতিক সময়ে বাংলাদেশে দুই বিদেশীর হত্যাকান্ড নিয়ে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছে IS জঙ্গি হানার। বাংলাদেশের ক্ষমতায় আসীন আওয়ামীলীগের তরফে পশ্চিমা দেশের এই হুলিয়া নিয়ে ভিন্নমত পোষন করেছে। বাংলাদেশে বিদেশীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে হাসিনা সরকার, এর মধ্যেই গোটা বাংলাদেশে দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ সাড়ম্বরে পূজো প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রায় ২৯ হাজার দূর্গা পূজো হচ্ছে এবার প্রতিবেশী রাষ্ট্রে। বাংলাদেশের নরসিংদীতে এই বছর প্রায় ৩০০ পূজো হচ্ছে। প্যান্ডেল থেকে মূর্তি পাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেবী দূর্গতিনাশিনীর বন্ধনায় বাংলাদেশের নরসিংদীর হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবে মেতে উঠার অপেক্ষায়। এখন পর্যন্ত বাংলাদেশের নরসিংদীতে দূর্গোৎসব নিয়ে অপ্রিতীকর কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।