আমেরিকার বিদ্যুৎ বিভাগে আইএসের হামলা

hkআন্তর্জাতিক ডেস্ক ।। আইএসআইএলের ওপর একের পর এক হামলায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ শক্তি প্রতিষ্ঠানগুলোর কম্পিউটারের তথ্য ভান্ডারে সাইবার হামলা চালিয়েছে আইএসআইএল। মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা জাতীয় নিরাপত্তার উদ্বেগের বিষয়ে আমেরিকান শক্তি সংস্থার সম্মেলনে বুধবার এক প্রতিবেদনে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ শক্তি প্রতিষ্ঠানগুলোর তথ্য হ্যাক করার প্রচেষ্টা চালিয়েছে আইএস। যদিও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী সচিব কাইটলিন ডারকোভিচ জানান, তাদের ওই কোম্পানিগুলোর ওপর সাইবার হামলা চালিয়েছে আইএস। তবে এক্ষেত্রে পুরনো সব প্রযুক্তি ব্যবহার করায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সব কম্পিউটার সিস্টেমের কোনোরূপ ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সেকশন প্রধান জন রিগিও এ কথা নিশ্চিত করেছেন। তবে বাড়তি উদবেগ প্রকাশ করে তিনি বলেন, যেকোনো মুহূর্তে আমাদের সব প্রযুক্তি আইএসের হাতে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। প্রকৃতপক্ষে হ্যাকিং প্রযুক্তি কালোবাজারে খুব দ্রুত ছড়িয়ে পড়ায় মাফিয়া চক্রগুলো সেগুলো হাত করে নেয়। তারা বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর বৃহৎ তথ্যভান্ডার থেকে তথ্য চুরি করে পাচার করে। গোয়েন্দা সংস্থা এফবিআইও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক প্রতিবেদনে জানায়, উন্নত হ্যাকিং সফটওয়ার কব্জা করে আইএস আবারো যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগসহ অন্য বড় কোনো প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারে হামলা চালিয়ে অকেজো করে দিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগের তথ্যভান্ডারে যে সাইবার হামলা চালিয়েছে আইএস এফবিআই কীভাবে তা অবগত হলো এমন প্রশ্নের জবাবে এফবিআই কর্মকর্তা জন রগি জানান, মার্কিন গুপ্তচর যারা বিশ্বব্যাপী তাদের কম্পিউটার নেটওয়ার্কে সর্বদা দৃষ্টি রাখছেন। তারাই বিষয়টিকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানিয়েছে। তবে এসব বিষয়ে গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এনএসএ-এর ওপরও নির্ভর করেন তারা। এক্ষেত্রে তাদের সাফল্যকেই তুলে ধরেছেন এফবিআই কর্মকর্তা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*