দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ অক্টোবর ।। বৃদ্ধাশ্রম – নিঃসঙ্গ একাকী জীবনের বাস্তবতা। আত্মীয় পরিজন, আপনজনের অভাব নেই কিন্তু জীবনে যখন অস্তাচলের উঁকি ঝুঁকি শুরু হয় তখন বাড়তে থাকে দূরত্ব – যার শেষ পরিনতি বৃদ্ধাশ্রম। পৃথিবী যতই আধুনিক হচ্ছে সংখ্যা বেড়ে চলেছে বৃদ্ধাবাসের। চামড়ায় ভাঁজ পরা বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাত ধরেই জীবনের উপলব্ধি, পথচলা কিন্তু শেষ পর্বে জীবনের স্মৃতি নিয়েই দিন রাত অতিবাহিত হয় বৃদ্ধাশ্রমের আবাসিকদের। শুক্রবার, নরসিংগড়স্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল ওল্ড এজ হোমের ৪৩ জন আবাসিকদের বস্ত্র ও ফল দিয়ে সামাজিক দায়বদ্ধতার মহান ব্রতে এগিয়ে এসেছে TIT-র দ্বিতীয় বর্ষে পাঠরত সিভিল ব্রাঞ্চের শিক্ষার্থীরা। পূজোর প্রাক্কালে বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছ থেকে বহুদূরের মানুষগুলোর মনে পূজোর আনন্দের পরশ বুলিয়ে দিয়েছে।