খেলাধুলা ডেস্ক ।। আজ ১৭ অক্টোবর। এই দিনে জন্ম গ্রহন করেন ভারত ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এই ক্রিকেটারের ঝুলিতে মোট ৬১৯ টেস্ট উইকেট এবং ৩৭১ টি ওয়ানডে উইকেট। উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সমান স্বচ্ছন্দ তার। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিও করেছেন তিনি। দেশের হয়ে নেতৃত্বর ভারও ছিল তার হাতে। পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে জিম লেকারের রেকর্ডও স্পর্শ করেছেন। চোয়াল ভেঙে গিয়েছিল তবু ম্যাচ ছেড়ে বেড়িয়ে যাননি তিন বরং, ব্যান্ডেজ বেধে বল করেছেন। তাঁর ওই ছবি অবশ্যই ক্রিকেটের সাহসের ছবির প্রতীক হয়ে থাকবে।