আন্তর্জাতিক ডেস্ক ।। আজ ১৭ অক্টোবর। বিশ্ব গরিবিমুক্ত দিবস। ১৯৯৩ সাল থেকে চলে আসছে এই ইন্টারন্যাশনাল এরাডিকেশন অফ প্রোভার্টি ডে। গোটা বিশ্ব থেকেই দারিদ্রকে সমূলে উত্পাটন করতে এই সংকল্প নেওয়া হয়েছিল রাষ্ট্রসংঘের পক্ষ থেকে। সংকল্প নেওয়া হয়েছে আগামী ২০৩০-এর পর গোটা বিশ্ব থেকেই দারিদ্র একেবারে সরিয়ে দেওয়া। তবেই এই পৃথিবী হবে সত্যিকারের সুন্দর এবং সবার থাকার পক্ষে আদর্শ। আফ্রিকাকে বিশেষ নজরে রাখা হবে, গরিবি হাঁটানোর জন্য। রাষ্ট্রসংঘ প্রধান বান কি মুন, জানিয়েছেন, এবছর নতুন সংকল্প নেওয়া হয়েছে। যাতে গোটা বিশ্বের মানুষকে গরিবি হাঁটানোর জন্য পাশে পাওয়া যায়। কারণ, গরিবি শুধু কোনও দেশের সরকার একা হাঁটাতে পারে না। এগিয়ে আসতে হবে সমাজের সফল এবং সাধারণ মানুষদেরও। তথ্যসূত্র – ২৪ ঘন্টা।