নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর ।। জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। দু’দিন পরেই দুঃখ বিনাশিনী, দশভূজা দেবী দূর্গার মর্ত্ত্যে আগমন, তারই আনন্দ উৎসবে মেতে উঠবে মানুষ। সেই সঙ্গেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্ডপে মন্ডপে।
আগরতলার নবদিগন্ত সামাজিক সংস্থা্র সাধারন সম্পাদক গৌতম বৈদ্য “নিউজ আপডেট ব ত্রিপুরা”র প্রতিনিধিকে জানায় এবারের পূজোর বাজেট ১২ লক্ষ টাকা। প্রতিমা তৈরী করেছেন পশ্চিম বঙ্গের কুমারটুলির কারিগর সনদ পাল। নবদিগন্ত সামাজিক সংস্থা্র কাল্পনিক মন্দিরের ভেতরে থাকছে গ্লাস ও বালি দিয়ে ডিজাইন করা গনেশ ও শিবের ছবি। তিনি জানান, পঞ্চমীর রাত থেকেই মন্ডপ উন্মুক্ত করে দেবেন দর্শনার্থীদের জন্য।