নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর ।। DYFI ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনে একটি মুখপত্র এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যুব সংগ্রাম নামে এই মুখপত্রটির ফলক উন্মোচন করেন TTAADC-র CEM রাধাচরন দেববর্মা সহ DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী।