আন্তর্জাতিক ডেস্ক ।। মেঘের উপর ভাসমান আস্ত শহর। সেখানে মাথা তুলে দাঁড়িয়ে একের পর এক বহুতল। অবিশ্বাস্য এমনই এক দৃশ্য পর পর দু ‘ দিন দেখে হতভম্ব চিনের মানুষ। সম্প্রতি চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত জোড়া খবরের জেরে তোলপাড় গোটা বিশ্ব। প্রথম ঘটনা ঘটে চিনের গুয়াংডং প্রদেশের ফরশ্যান শহরে। আকাশে মেঘের উপর ভাসমান বিশাল শহর দেখে অবাক হয়ে যান কয়েক হাজার বাসিন্দা। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই অদৃশ্য হয় ভৌতিক শহর। কয়েক দিন পর আবার একই রকম শূন্যে ভাসমান ঝাঁ- চকচকে শহর দেখে তাক লেগে যায় জিয়াংঝি প্রদেশের মানুষ। মেঘের উপর সার সার ভেসে থাকা বহুতলের ভিডিয়ো রেকর্ড করেন বেশ কয়েকজন। আবারও হঠাত্ উধাও হয় অলৌকিক শহর। দুই জায়গা থেকে একই খবর আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। উঠে আসে ভিনগ্রহী তত্ত্ব। অনেকে নথি ঘেঁটে জানাচ্ছেন , ২০১১ সালে এমনই অদ্ভুত দৃশ্য দেখেছিলেন কয়েকজন চিনা নাগরিক। আবহাওয়াবিদরা জানিয়েছেন , এই অদ্ভুত দৃশ্য আসলে মরীচিকা। পোশাকি নাম ফাটা মর্গানা। শুধু মেঘের উপরই নয়, এমন দৃশ্য গভীর সমুদ্রের বুকে বা জমির উপরও দেখা যায়। আবহাওয়া বিজ্ঞানীদের মতে , দৃষ্টি বিভ্রমের ফলে দূরের কোনও জিনিসের ছবি উল্টো ভাবে প্রতিফলনের জেরে এমন প্রতিচ্ছায়া স্মৃষ্টি হয়। তাঁদের ব্যাখ্যা, বায়ুমণ্ডলের ভিতর দিয়ে যাওয়ার সময় তাপমাত্রার বিভেদের জেরে আলোকরশ্মির গতিপথ বেঁকে যায়। এর ফলে একসঙ্গে একাধিক ছবি একটির উপর অন্যটি চেপে বসে অনেক সময় আকাশে বহুতলের মতো অদ্ভুত দৃশ্য তৈরি হয়। কিন্তু আবহাওয়াবিদদের ব্যাখ্যা মানতে নারাজ অলৌকিক তত্ত্বে বিশ্বাসীরা। ইউটিউব-এর প্যারানর্মাল ক্রুসিবল চ্যানেল একটি ভিডিও রিপোর্টে জানিয়েছে, ‘এই অলৌকিক দৃশ্য মাত্র কয়েক মুহূর্তের জন্য দেখা দিয়ে ফের মিলিয়ে যায়। ‘ চ্যানেলের মতে, বিষয়টি নাসা -র ‘ ব্লু বিম ‘ পরীক্ষার ফল। অলৌকিক বিশ্বাসীদের মতে, ব্লু বিম প্রকল্প সূত্রেই একদিন পৃথিবী আক্রমণ করবে ভিনগ্রহীরা। সার্জ মন্যাস্ট নামে এক তাত্ত্বিক আশির দশকে ঘোষণা করেছিলেন, ১৯৮৩, ১৯৯৬ এবং ২০০০ সালে মহাজাগতিক আক্রমণ ঘটবে। বাস্তবে অবশ্য তেমন কিছুই ঘটেনি। তথ্যসূত্র – এই সময়।